অগ্নিদুর্গত মানুষের পাশে এস.এম মানবিক ফাউন্ডেশন
মো আরাফাত আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১১পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন মানবিক সামাজিক সংগঠন এস.এম. মানবিক ফাউন্ডেশন।
১৮মার্চ (শনিবার) বিকাল ৪টায় উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়া পাড়া এলাকায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা আবদু ছবুর কোম্পানি বলেন, অগ্নিকাণ্ডে আপনাদের যে বিশাল ক্ষতি হয়েছে, তা পূরণ করা সম্ভব নয়। তবে দুঃসময়ের সম্বল হিসেবে এই ত্রাণসামগ্রী দেওয়া হচ্ছে।
এই সময় অন্যান্যদের মধ্যে স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম, সাংবাদিক নুরুল কবির, মোহাম্মদ নুর, হোসাইন মাসুদ, আবদুল করিম, মোঃ শহিদ, মোঃ সিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গত বুধবার রাতে আনোয়ারার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়া গ্রামে বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ১১ টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।