সার্জেন্ট মোজাহিদের ব্রাহ্মণবাড়িয়ার
বাড়িতে শোকের মাতম
রফিকুল হাসান সোহাগ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনবধি,
চট্টগ্রামের হালিশহরে প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়ার সন্তান মোঃ মুজাহিদ নিহতের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় বইছে শোকের মাতম।
গত ১৩ মার্চ (সোমবার) রাতে চট্টগ্রামে সড়ক দুর্ঘটনার সার্জেন্ট মোজাহিদ নিহত হয়।
নিহত মুজাহিদ চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
জানাযায়,ডিউটি শেষে বাসায় ফেরার পথে ঘটনার দিন, দিবাগত রাত সাড়ে ১০টার দিকে হালিশহর থানার আউটার রিং রোড ওয়াই জংশন এলাকায় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
চট্টগ্রাম ট্রাফিক বিভাগ জানায়, মুজাহিদ পতেঙ্গা এলাকায় ডিউটি শেষে করে মোটরসাইকেলযোগে আউটার রিং রোড দিয়ে ফৌজদারহাটের দিকে বাসায় যাচ্ছিলেন। পেছন থেকে একটি প্রাইভেটকার ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মুজাহিদ ২০১৭ ব্যাচের সার্জেন্ট ছিলেন।
মঙ্গলবার (১৪ মার্চ) সকালে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে নিহত সার্জেন্ট মোঃ মুজাহিদ চৌধুরীর ১ম জানাজা অনুষ্ঠিত হয়। পরে পুলিশ এসকর্টের মাধ্যমে তার লাশ ব্রাহ্মণবাড়িয়া শহরের শান্তিবাগের বাড়িতে আনা হয়। এসময় সেখানে আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয়। শান্তিবাগের জুবিলী রোডের মৃত মোঃ হাফিজুর রহমানের ছেলে সার্জেন্ট মোজাহিদ।
পরিবারের স্বজন-আত্মীয়-বন্ধু-বান্ধবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শোকার্তের বাড়িতে উপস্থিত হয়ে সমবেদনা জানান,ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন পিপিএম, ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম ও টিআই (এডমিন), দেবব্রত করসহ পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত হয়ে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেনের পক্ষে তারা মুজাহিদের কফিনে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন এবং মুজাহিদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
পরে বাদ এশা শহরের শেরপুর ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা এবং গ্রামের বাড়ি তালশহরে তৃতীয় জানাজা শেষে পারিবারিক গুরুস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।