বেনাপোলে মাছের ঘেরে ভাংচুর, ব্যাপক ক্ষয়ক্ষতি
মোঃ নজরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:
বেনাপোলে পাঁচুয়ার বাওড়ের পাশে অবস্থিত শাহজাহানের ঘেরে ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন ও মাছ লুটের চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত।
বুধবার (১৫মার্চ) গভীর রাতে দুর্বৃত্তরা ভাংচুর করে মাছ লুটের চেষ্টা করে।
স্থানীয়রা জানান, গভীর রাতে ঘেরে ভাংচুরের শব্দ শুনে স্থানীয় গ্রামের লোকজন তাদের ধাওয়া করলে, তারা ঘেরে ভাংচুর করে পালিয়ে যায়।
ঘের মালিক জানান, ওইদিন রাতে স্থানীয় গ্রামের লোকজন আমাকে ফোনে কল দিয়ে জানালে, আমি ঘটনাস্থলে গিয়ে দেখি কে বা কারা আমার ঘেরে ভাংচুর, পাটাতন তুলে ফেলা সহ মাছ লুটপাটের চেষ্টা করে। এসময় গ্রামের লোকজনের চিৎকার
চেচামেচিতে তারা পিছু হটে।
মোবাইল ০১৭১২৯৪৭৮৭১