দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষকের নিষেধ অমান্য করে গরুর মাংসের তরকারি আনায় ছাত্র/ছাত্রীদের মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ এর অভিযোগ উঠেছে

দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষকের নিষেধ অমান্য করে গরুর মাংসের তরকারি আনায় ছাত্র/ছাত্রীদের মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ এর অভিযোগ উঠেছে।

মোঃআব্দুস ছালাম মীর নিজস্ব প্রতিবেদকঃ

বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিপরা রানীর বিরুদ্ধে ছাত্র/ছাত্রী ও অভিভাবকগন জানান,প্রধান শিক্ষক স্কুলের ছাত্র/ছাত্রীদের গরুর মাংসের তরকারী আনতে নিষেধ করেন।নিষেধ অমান্য করে গরুর মাংসেরর তরকারী আনলে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারধর করে।
১৩ মার্চ সকাল ১১ঘটিকায় সরেজমিনে গিয়ে দেখা যায়,ছাত্র/ছাত্রী ও অবিভাবকদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।অনেক ছাত্র/ছাত্রী বই ছাড়াই স্কুলে এসেছে, তারা জানাই প্রধান শিক্ষক আমাদের মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করছে,আমরা এই শিক্ষকের অপসারণ ও শাস্তির দাবি জানাতে
স্কুলের সভাপতি কাছে জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে স্কুলের সভাপতি জনাব হাফিজার রহমানের সাথে কথা বললে তিনি জানান,ছাত্র/ছাত্রী ও অবিভাবক যে সকল অভিযোগ করছে তাহা সম্পর্ণ সত্য এই প্রধান শিক্ষককে কেউ চায় না। স্কুলের সভাপতি ছাত্র/ছাত্রী ও অবিভাবকদের শান্তনা দিয়ে বলেন,প্রধান শিক্ষকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসন কে অবহিত করা হবে।
এ বিষয়ে ভুক্তভোগী প্রধান শিক্ষক বলেন,আমি নিজে হিন্দু তাই গরুর মাংস আনতে নিষেধ করেছি ,যাহা আমার ভুল হয়েছে।
এ ব্যাপারে দুপচাঁচিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তার সহিত মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রধান শিক্ষক বলেছেন, একজন সহকারী শিক্ষক তার বিরুদ্ধে ছাত্র/ছাত্রী ও অবিভাবকদের লাগিয়ে দিয়েছেন।ছাত্র/ছাত্রীদের মারধর ও গরুর মাংস আনতে নিষেধ করা ব্যাপারে কিছু জানি না।
প্রধান শিক্ষক এর অসৎ আচরণ ছাত্র/ছাত্রী ও অবিভাবকদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। তারা প্রধান শিক্ষক এর দ্রুত বদলীর জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *