পার্বত্য জেলা বান্দরবানে হোটেল সরওয়ারে থেকে ইয়াবাসহ আটক ৩

এস এম রমজান আলী, স্টাফ রিপোর্টার

বান্দরবানে হোটেল সরওয়ারে অভিযান চালিয়ে ইয়াবাসহ ৩ ব্যক্তিকে আটক করেছেন আর্মড ব্যাটালিয়ন পুলিশ ।

বান্দরবান সাঙ্গু ব্রিজ সংলগ্ন হোটেল সরওয়ার নামে একটি আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

আটককৃত ব্যক্তিরা হল মোহাম্মদ সেলিম (৪৫), মোঃ শাকিল হাসান (২৬) , আশরাফুল হাসান সজল (১৮) ।এদের মধ্যে দুইজন হোটেল সরওয়ারে কর্মচারী আছেন।

এ সময় আটকৃত ব্যক্তিদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা নগদ ৩,৭০০ টাকা ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে ।

হোটেলটির বিষয়ে এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বান্দরবান ট্রাফিক মোড় সংলগ্ন হোটেল সওরয়ার আবাসিকে রমরমা ইয়াবা ও দেহ ব্যবসা চালিয়ে আসছিল এই চক্রটি । যার কারণে প্রতিনিয়ত নষ্ট হচ্ছে যুবসমাজ ও পাশাপাশি যুক্ত হচ্ছে মাদক সেবনে ।

এ বিষয়ে ২ এপিবিএন এসআই মোঃ মহিউদ্দিন জানান, বান্দরবানে ২ এপিবিএন এর অতিরিক্ত ডিআইজি আলী আহমন খান স্যারের নির্দেশনায় গোপন সংবাদ এর ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করেছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *