কর্ণফুলী নারী সংগঠনের প্রতিষ্ঠাবার্ষীকি উদযাপন

 

কর্ণফুলী নারী সংগঠনের প্রতিষ্ঠাবার্ষীকি উদযাপন

মো আরাফাত আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

দক্ষিণ চট্টগ্রামের প্রথম নারী সংগঠন “কর্ণফুলী নারী সংগঠন”র ২য় প্রতিষ্ঠাবার্ষীকি উদযাপিত হয়েছে।

এউপলক্ষে শুক্রবার (১০ মার্চ) উপজেলার আব্দুল জলিল চৌধুরী ডিগ্রি কলেজ মিলনায়তনে এক বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি খোরশিদা তাবাসসুম বর্ষা’র সঞ্চালনায় সভাপতি সাবরিনা উম্মে শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ, বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ইন্জিনিয়ার ইসলাম, শিকলবাহা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কর্ণফুলী উপজেলা ব্লাড ব্যাংক’র প্রতিষ্ঠাতা নুরুল হক চৌধুরী, গাউসিয়া কমিটি বাংলাদেশ মানবিক টিম কর্ণফুলী’র সমন্বয়ক মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, মহিলা ইউপি সদস্যদের মধ্যে খুরশিদা বেগম, কোহিনূর আক্তার, রেহেনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় সামাজিক কাজে অবদান রাখার জন্য বিভিন্ন উপজেলার ৩১টি সামাজিক সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *