২০ লাখ টাকার জালনোট সহ লোহাগাড়া থানা পুলিশের অভিযানে ২ প্রতারক আটক
(লোহাগাড়া) চট্টগ্রাম। প্রতিনিধি,
১ মার্চ দুপুর ১ টার সময় চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের হানিফ পরিবহনে তল্লাশি চালিয়ে ২০ লক্ষ টাকার জান নোট সহ ২ প্রতারক আটক করেছে থানা পুলিশ। আটক কৃত ব্যক্তির নাম হচ্ছে রুবেল (৩২) বাড়ী ভোলা জেলায়, অপর জন হচ্ছে ওমর আলী (৫০) বাড়ী সাতকানিয়া থানা, চট্টগ্রাম জেলার।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে জালনোট পাচার কারীদের আটক করার জন্য এস আই মাহফুজুর নেতৃত্বে মহাসড়কের চুনতী রেঞ্জে অফিসের সামনে অভিযান চালানোর সময়, হানিফ পরিবহন গাড়িতে তল্লাশি চালিয়ে যাত্রী সেজে থাকা দুই জালনোট পাচার কারীকে ২০ লক্ষ টাকার জালনোট সহ আটক করতে সক্ষম হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন,আগামীকাল তাদের কোর্টে প্রেরণ করা হবে।