লোহাগাড়া হাজী রাস্তার মাথায় হানিফ ও ইউনিক গাড়ির মুখোমুখি সংঘর্ষ গুরুতর আহত ২
প্রতিনিধি (লোহাগাড়া) চট্টগ্রাম।
চট্টগ্রামে মুখি হানিফ পরিবহন ও কক্সবাজার মুখি ইউনিক পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটনা স্থলে ২৫/৩০ জন আহত তার মধ্যে ২ জনের অবস্থা আশংকা জনক।
৬ জানুয়ারি সন্ধ্যা ৭.৪৫ মিনিট চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের হাজি রাস্তার মাথা নামক স্থানে হানিফ পরিবহন ও ইউনিক গাড়ির মুখোমুখি সংঘর্ষে ২৫/ ৩০ জন আহত হয় তার মধ্যে ৩ জনের অবস্থা আশংকা জনক। উভয় গাড়ির সামনের অংশ ধুমকে মুচড়ে যায় প্রায় দেড় ঘন্টা গাড়ি চলাচল বন্ধ থাকে।
ঘটনা প্রত্যক্ষদর্শী আব্দুর রহিম জানান হঠাৎ বিকট শব্দের আওয়াজ শুনে আমরা দৌড়ে গিয়ে দেখি দুইটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মানুষের আর্তচিৎকার আমরা গাড়ির যাত্রীদের বের করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে দিই। তিনি আরো জানান চালকদের বেপরোয়া গাড়ি চালানোই এক্সিডেন্ডের মূল কারণ।
দোহাজারী হাইওয়ে থানার ওসি জানান ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে ফোর্স পাঠিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে দিই রাস্তার উপর থেকে গাড়ী সরিয়ে যান চলাচল স্বভাবিক করে দিই।