সাতকানিয়ায় মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং বিরোধী মতবিনিময় সভা

সাতকানিয়ায় মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং বিরোধী মতবিনিময় সভা

রিপোর্ট- মিনহাজ বাঙালী
সাতকানিয়া পশ্চিম ঢেমশা এলাকায় মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পশ্চিম ঢেমশা উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন সাতকানিয়া থানার কর্মকর্তা এস আই মোহাম্মদ দুলাল হোসেন ( পিপিএম)

বিদ্যালয় কমিটির সভাপতি আলহাজ্ব আবদুল হক এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিদ্যালয় কমিটির সদস্য আলহাজ্ব মোজাহের আহমদ, অভিভাবক সদস্য নজরুল ইসলাম, ফরিদুল আলম, সিরাজুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু গৌতম পালিত, সহ-কারী শিক্ষক মফিজুর রহমান,আবদু রহিম, উপজেলা যুবলীগ নেতা মোঃ মনজুর মোর্শেদ, পশ্চিম ঢেমশা পৌরসভা ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না প্রমুখ। এ সময় স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, সম্প্রতি দেশে নানাস্থানে বেড়েছে মাদকের ছড়াছড়ি। ফলে প্রায়ই ঘটছে চুরিসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনা। বিদ্যালয়ে যাওয়া আসার পথে ছাত্রীরা ইভটিজিংয়ে শিকার হয় কিশোর গ্যাংয়ের কাছে। মারামারিসহ প্রকাশ্যে মাদক সেবন করে এসব বখাটেরা। এসবের বিরুদ্ধে কেউ কিছু বললে উল্টো তাঁদের হাতে নাজেহাল হতে হয়। এসব কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের দ্রুত দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী।

এ বিষয়ে থানার কর্মকর্তা এস আই মোঃ দুলাল হোসেন বক্তাদের আশ্বস্ত করে বলেন, মাদক, চুরি, ইভটিজিং রুখে দিতে প্রথমে এলাকাবাসীকে সোচ্চার হতে হবে। এসব অপকর্ম বন্ধে থানা-পুলিশ নিয়মিতভাবে কাজ করছে। এ দিকে মাদক ও বখাটেমুক্ত করতে কঠোর ব্যবস্থা গ্রহণেরও ঘোষণা দেন সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ ইয়াসির আরফাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *