কুতুবদিয়ায় সন্তানসহ এক মায়ের আত্মহত্যা!
হীরু চৌধুরী (কুতুবদিয়া) কক্সবাজার প্রতিনিধি,
কক্সবাজারের কুতুবদিয়ার উত্তর ধূরুং ইউনিয়নের চাঁদের ঘোনা এলাকায় সন্তানসহ জন্নাতুল ফেরদৌস (১৯) নামে এক গৃহবধূ ব্যাটারীর পানি পান করে আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার সাড়ে ৫ টার দিকে ওই ঘটনা ঘটে। জন্নাতুল ফেরদৌস ওই এলাকার মো. রাশেদ (প্রকাশ মানিক) স্ত্রী এবং একই এলাকার আবু তাহেরের মেয়ে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে প্রথমে জন্নাতুল ফেরদৌস তার ঘরে থাকা সৌরবিদ্যুতের ব্যাটারির পানি (এসিড) পান করে পরে তার সন্তান মেহের মনিকেও (১০) পান করায়। স্থানীয়রা তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর অবস্থার অবনতি ঘটে। পরে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
জন্নাতুল ফেরদৌসের পিতা আবু তাহের বলেন, যৌতুকের জন্য তার মেয়ে জন্নাতুল ফেরদৌসকে বিভিন্ন ভাবে নির্যাতন করতেন মো. রাশেদ। এ নির্যাতনের মাত্রা দিন দিন বাড়তে থাকে। এ নিয়ে অনেক সালিশ বিচার হলেও কিন্তু থামেনি তার নির্যাতন। এ নির্যাতনে তার মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন তিনি।
এ বিষয়ে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, উত্তর ধূরুং এলাকার মা-মেয়ের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে ময়নাতদন্তের শেষে নিয়ে আসার পর তার পরিবারের কাছে হস্তান্তর এবং অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
এদিকে, স্ত্রী ও মেয়ের মৃত্যুর খবর পেয়ে স্বামী মো. রাশেদ (প্রকাশ মানিক) পলাতক।