লোহাগাড়ায় রমজানের ইফতার ও সেহরি উপলক্ষে ৪ টি এতিমখানায় ৪ টি ছাগল দান করলেন যুব নেতা মিজানুর রহমান মিজান
নিজস্ব প্রতিবেদক,
এতিম ও আসহায় ছাত্রদের কথা চিন্তা করে সম্পূর্ণ আল্লাহ সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে এতিম ছাত্রদের জন্য ৪ টি ছাগল দান করলেন যুব নেতা মিজানুর রহমান মিজান।
২৪ মার্চ দুপুর ২ টায় লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব, সাবেক ছাত্র নেতা, পরিচ্ছন্ন রাজনীতিবীদ মিজুর রহমান মিজান সম্পূর্ণ নিজস্ব অর্থায়ানে ৪ টি ছাগল ও রান্না করার যাবতীয় উপকরণ সহ এতিমখানা কমিটির কাছে ছাগলগুলো হস্তান্তার করেন।
এতিমখানা গুলো হচ্ছে যথাক্রমে,
১। ধুইল্যাপাড়া এতিমখানা, সরই, লামা, বান্দরবান।
২। গজালিয়া দিঘীরপাড় এতিমখানা, পুটিবিলা।
৩। হামজারবাগ মসজিদ এতিমখানা, গৌরস্থান পুটিবিলা।
৪। ছমি উদ্দিন শাহ্ এতিমখানা, লোহাগাড়া।
মিজানুর রহমান মিজান বলেন,এই দান কাউকে দেখানোর জন্য নয় সম্পূর্ণ আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের উদ্দেশ্য, এতিম ও অসহায় ছাত্ররা পেট ভরে ইফতার ও সেহরি খাবে আমার জন্য দোয়া করবে।