লোহাগাড়া ইলেকট্রিশিয়ান সমিতির পক্ষ থেকে মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী বিনামূল্য উন্মুক্ত ইফতার ও ইফতার সামগ্রী বিতরণ করবে।
জমির উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি
রমজান মাসে অনেকেই অসহায়, গরিব ও দুস্থ মানুষকে সাহায্য-সহযোগিতা করে থাকে। তবে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে
লোহাগাড়া ইলেকট্রিশিয়ান সমিতি।
লোহাগাড়া ইলেকট্রিশিয়ান সমিতির সভাপতি মোঃজসিম উদ্দীন, সহ সভাপতি, মোঃশফিকুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন মানিক, সহ-সাধারণ সম্পাদক মোঃআব্দুল খালেক,অর্থ সম্পাদক তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রাশেদুল করিম সহ সংগঠনের নেতৃবৃন্দরা লোহাগাড়া সদরের ষ্টেশনস্ত আবছার মেম্বার পেট্রোল পাম্পের সামনে মেইন রোড সংলগ্ন বায়তুশ শরফ মসজিদের পার্শ্বে নিজ অফিস প্রাঙ্গণে ইফতার সামগ্রী বিতরণ ও মাসব্যাপী উন্মুক্ত ইফতার এর আয়োজন করে।
এ ব্যাপারে কথা হয় ইলেকট্রিশিয়ান সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন মানিক এর সাথে।তিনি বলেন সমিতির উদ্যোগে প্রতিবছর পবিত্র মাহে রমজানের প্রথমদিন থেকেই সকল শ্রেণি-পেশার রোজাদারদের জন্যে বিনামূল্যে উন্মুক্ত ইফতারের আয়োজন করে থাকি।
বিশেষ করে পথচারী রয়েছে যারা কাজের জন্য রাস্তায় আটকে যান তারাও সময় মতো ইফতার করতে পারেন না। এসব পরিস্থিতি চিন্তা করে এই উন্মুক্ত ইফতার।
এতে প্রতিদিন প্রায় অনেক টাকা খরচ হবে। এই টাকা আমরা নিজেরাই বহন করি। প্রতি বছর আমাদের সংগঠনের প্রতিটি সদস্যই অর্থের যোগান দেন।
তাছাড়া তিনি আরো বলেন, সংগঠন যতদিন বেঁচে থাকবে আমরা এমন আয়োজন প্রতিবছরই করে যাবো।
এমনকি এ মাসব্যাপী উন্মুক্ত ইফতার ও ইফতার মাহফিল চলবে আগামী ঈদুল ফিতরের আগেরদিন পর্যন্ত।
এছাড়া সংগঠনের অন্য নেতৃবৃন্দদের সাথে কথা বলে জানা যায় , এ মাসব্যাপী বিনামূল্য উন্মুক্ত ইফতার কর্মসূচিতে প্রতিদিন শত শত রোজাদার ছাড়াও বিভিন্ন পর্যায়ের মানুষ অংশ গ্রহণ করবে।এমনকি তারা মনে করেন এই ধরনের উদ্যোগ অসহায় এবং গরীব লোকদের জন্য সত্যিই প্রশংসনীয় হবে।’