মাধবপুরে প্রাণী সম্পদ প্রদর্শনী মেলায় বিমান মন্ত্রী
শ্রীবাস সরকার, মাধবপুর প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে প্রাণী সম্পদ প্রদর্শনী মেলার উদ্ভোদন করা হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারী) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান এর সভাপতিত্বে প্রাণী সম্পদ কর্তৃক প্রদর্শনী মেলার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি।
উক্ত প্রদর্শনী মেলায় বিভিন্ন প্রজাতির পশু প্রাণী, পশু চিকিৎসার অত্যাধুনিক যন্ত্রপাতি, পশু খাদ্য ও ওষুধ সহ নানা রকম স্টল পরিদর্শন করেন বিমান মন্ত্রী ।
পরে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন - প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাস গুপ্ত, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মুজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, উপজেলা যুবলীগ সভাপতি ফারুক পাঠান সহ অন্যান্য নেতৃবৃন্দ।