এক লক্ষ ষাট হাজার পিছ ইয়াব,রিভলবার, গুলি,কার্তুজ উদ্ধার করেছে লোহাগাড়া থানা পুলিশ।
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৬০ হাজার পিছ ইয়াবা, একটি রিভালবার ও ৪০ রাউন্ড গুলি কার্তুজ সহ ১ টি কার্গো ট্রাক গাড়ি, গাড়ির চালক ও হেলফার সহ ২ জন মাদক কারবারীকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতী ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে এস আই মাহফুজের নেতৃত্বে চট্টগ্রাম অভিমূখী কার্গো ট্রাকে ২৩ ফেব্রুয়ারী রাত ১১ টার সময় এই অভিযান পরিচালনা করে।জব্দ কৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪ কোটি ৮০ লক্ষ টাকা।
লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান জানান,
আটককৃতদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (যার নং ৪১) অস্ত্র নিয়ন্ত্রণ আইনে ১ টি (যার নং ৪২) মোট ২টি মামলা রুজু করা হয়েছে। আটক কৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।