লোহাগাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে ভাষা শহীদদের স্মরণে উপজেলা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আমার মায়ের ভাষা, বাংলা ভাষা কে বাদ দিয়ে উর্দু ভাষা কে পূর্ব পাকিস্তানের রাস্ট্র ভাষা করার জন্য যে ষড়যন্ত্র করেছিল তার বিরুদ্ধে ১৯৫২ সালে তদানীন্তন পূর্ব বাংলায় আন্দোলনের মাধ্যমে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যদা দেয়ার লক্ষ্যে যারা শহীদ হয় তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের জন্য লোহাগাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে ২১ ই ফেব্রুয়ারী ২৩ ইং সকাল ১১ টায় লোহাগাড়া উপজেলার শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এই সময় উপস্থিত ছিলেন, লোহাগাড়া প্রেসক্লাবের উপদেষ্টা মুক্তি যোদ্ধা কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল, সভাপতি তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক কাইছার হামিদ, সাংগঠনিক সম্পাদক এরশাদ হোসাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাইছার হামিদ (তুষার), প্রচার সম্পাদক আলা উদ্দীন, কার্যনির্বাহী সদস্য ফাহিম শাহরিয়ার সেফাত, মিরদাদ হোসেন।