লোহাগাড়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি তাজ উদ্দিন সম্পাদক কাইছার হামিদ

লোহাগাড়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি তাজ উদ্দিন সম্পাদক কাইছার হামিদ

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাব প্রতিনিধি তাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সমকাল প্রতিনিধি কাইছার হামিদ।

বৃহস্পতিবার ( ৯ ফেব্রুয়ারী) সকাল১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সংগঠনের কার্যালয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

মোঃ তাজ উদ্দিন সর্বোচ্চ ১১ ভোট পেয়ে সভাপতি কাইছার হামিদ ৯ ভোট পেয়ে সম্পাদক নির্বাচিত

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম খলিল (দৈনিক ভোরের আকাশ), সহ-সভাপতি দেলোয়ার হোসেন রশিদী (দৈনিক দেশের কন্ঠ), যুগ্ম সম্পাদক শাহাজাদা মিনহাজ (দৈনিক ঢাকা টাইমস), সাংগঠনিক সম্পাদক এরশাদ হোসাইন (দৈনিক ভোরের কাগজ), অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ ( দৈনিক আনন্দ বাজার) , দপ্তর সম্পাদক মোঃ সেলিম উদ্দিন (আনন্দ টিভি), ক্রীড়া সম্পাদক কাইছার হামিদ তুষার (প্রথম আলো), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আলা উদ্দিন (বাংলাধারা)

কার্যনির্বাহী সদস্যরা হলেন, হোসাইন মেহেদী ( সময়ের আলো), রাসেল মাহমুদ (দৈনিক আলোকিত বাংলাদেশ), মিরদাদ হোসেন (বাংলা ৫২ নিউজ), ফাহিম শাহারিয়ার শাফাত ( সংবাদ সারাবেলা), মোঃ যায়েদ ( দৈনিক কালবেলা), নাজিম উদ্দীন রানা ( দৈনিক যুগান্তর), মুহাম্মদ রিদওয়ানুল হক (আনন্দ টিভি)।

প্রেস ক্লাবের নির্বাচন পরিচালনা করেন লোহাগাড়া মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ বেঙ্গল, বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া শাখার সভাপতি অধ্যাপক হামিদুর রহমান ও বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ক্রীড়া শিক্ষক মোহাম্মদ আলমগীর।

নির্বাচিত প্রেস ক্লাবের কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সামজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *