1xbet অনলাইন জুয়া আইডিসহ গ্রেফতার ১।
এস এম রমজান আলী, স্টাফ রিপোর্টার
২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিঃ)/ সৈয়দ আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের অপারেশন এন্ড ইন্টেলিজেন্স শাখার অভিযান সিসি নং- ৩৪/২০২৩, জিডি নং-০৫/২৩ তারিখ: ০১/২/২০২৩ খ্রিঃ মূলে সঙ্গীয় ফোর্সসহ শেরপুর জেলার ঝিনাইগাতী থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে ঝিনাইগাতী থানাধীন কালীবাড়ী মোড়ে অবস্থানকালে ইং ০১/৬/২-২৩ তারিখ ২১.০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, তিনানী বাজারে কতিপয় ব্যাক্তি তাহার ব্যবহৃত মোবাইল ফোনে অনলাইনের মাধ্যমে 1xBet সহ বিভিন্ন জুয়া খেলা পরিচালনা করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হতে সংবাদের সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সঙ্গীয় ফোর্সসহ ০১/৬/২০২৩খ্রিঃ তারিখ ২১.১৫ ঘটিকার সময় ঝিনাইগাতী থানাধীন তিনানী বাজারে অভিযান পরিচালনা করে তিনানী বাজার ব্রীজের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর থেকে মোঃ আনোয়ার হোসেন (৪২), পিতা- মোঃ ছাবেদ আলী মাষ্টার, মাতা- মাজেনা খাতুন, সাং- মালিঝিকান্দা (লেবত্তর পাড়া), থানা- কিনাইগাতী, জেলা- শেরপুর কে গ্রেফতার করে। উপস্থিত সাক্ষি ১। মোঃ রাশেল মাহমুদ (৩২), মোবাঃ ০১৬৪৫১৯৯৮৯৭, পিতা- মোঃ আতাহার আলী, সাং- মালিঝিকান্দা চিকাপাড়া, ২। মোঃ হানিক মিয়া (৩২), মোবাঃ- ০১৯১৬-১২২৪৩, পিতা- ইদিছ আলী, সাং- মালিঝিকান্দা দেবত্তরপাড়া, উভয় ধানা- ঝিনাইগাতী, জেলা- শেরপুর, ৩। কং/২৭১১ সরোয়ার হোসেন, ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহদের উপস্থিতিতে ধৃত আসামীর শরীর তল্লাশি করে তার পরিহিত শার্টের বুক পকেট হতে ০১ টি সচল Realme 71 অ্যান্ড্রয়েড মোবাইল জব্দ করে। যার পিছনের কভারের রং আকাশি ও ইংরেজিতে Realme লেখা আছে। যার মডেল শহ- Rmx2103. যার IMEI No- 1. 861627040837658 2. 861627040837641 এবং বর্ণিত মোবাইলের ভেতর ০২ টি সিম যার নাম্বার যথাক্রমে (ক) ০১৭৩৬-৭৪০৩৯৯ (খ) ০১৬৭১-৩৩৩৯০৮ আছে। বর্নিত আলামত উপস্থিত সাক্ষিদের মোকাবেলার পর্যাপ্ত বিদ্যুতের আলোতে ইং-০১/০৬/২০২৩ তারিখ ২১.৩৫ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করে। জব্দ তালিকায় সাক্ষীদের স্বাক্ষর গ্রহন করে। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে উপরে উল্লেখিত নাম ঠিকানা প্রকাশ করে। তার ব্যবহৃত মোবাইল ফোনের Chrome Browser History পর্যালোচনা করে অনলাইনের মাধ্যমে জুয়া খেলার 1xBet এজেন্ট আইডি (যার নাম্বার- Anuwarx) পাওয়া যায়। যাতে তার বর্তমান সর্বমোট ব্যালেন্স (ডিজিটাল মুদ্রা) PBU 74.50 আছে। এছাড়াও তার মোবাইলে জুয়া খেলা পরিচালনার জন্য একাধিক 1x Bet আইডিসহ VELKI ও অন্যান্য আইডি পাওয়া যায়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন যাবৎ সে নিজে অনলাইনের মাধ্যমে জুয়া খেলে ও অনলাইন জুয়ার ডিলার হিসাবে খেলা পরিচালনা করে এবং বিকাশ ও নগদ অ্যাপসের মাধ্যমে জুয়া খেলার অর্থ লেনদেন করে আসছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় প্রকাশ্য জুয়া আইন তৎসহ ডিজিটাল নিরাপত্তা আইনে নিয়মিত মামলা করা হয়।