২এপিবিএন এর সহযোগিতায় মোবাইল কোর্টের মাধ্যমে ১ মাদক সেবনকারী গ্রেফতার

২এপিবিএন এর সহযোগিতায় মোবাইল কোর্টের মাধ্যমে ১ মাদক সেবনকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

ভিকটিম মোছাঃ ফারজানা আক্তার(৩২) নির্যাতিত হয়ে অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি), ২ এপিবিএন, মুক্তাগাছা ময়মনসিংহ বরাবরে একটি অভিযোগ করেন। উক্ত অভিযোগে তিনি উল্লেখ করেন, তার স্বামী- মোঃ হযরত আলী (৩৮), পিতা- মৃত সেলিম আহম্মেদ, গ্রাম- পাড়াটঙ্গী, পোঃ ‍মুক্তাগাছা, থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহ দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য সেবন করে আসছে। বর্তমানে তিনি পেস্টিং, গাঁজা, মদ, হেরোইন, ইয়াবাসহ বিভিন্ন ধরণের নেশাদ্রব্য সেবন ও ক্রয়-বিক্রয় করে। যার ফলে ভিকটিমের পরিবারে সবসময় অশান্তি লেগে থাকে। তাকে বিভিন্নভাবে বাধা প্রদান করলে সে তার স্ত্রী-সন্তানাদির উপর ক্ষিপ্ত হয়ে লাটিসুটা দিয়ে মারধর করে ও বাড়ীঘর ভাংচুর করে। এক পর্যায়ে তিনি তার স্ত্রী ও সন্তানদেরকে অকথ্য ভাষায় গালি-গালাজ করে ও মেরে ফেলার হুমকি দেয়। এছাড়াও আত্মীয় স্বজনরা বাধা প্রদান করলে তাদেরকেও অকথ্য ভাষায় গালিগালাজ করে।

ভিকটিমের উক্ত অভিযোগের প্রেক্ষিতে ২এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, মুক্তাগাছা, ময়মনসিংহের নেতৃত্বে ইং ১৭/১০/২০২৩ তারিখ এসআই (নিঃ) মোঃ জামাল হোসেন সঙ্গীয় অফিসার-ফোর্সসহ ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন আটানী বাজারস্থ পাড়াটঙ্গী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্ত ১। মোঃ হযরত আলী (৩৮), পিতা- মৃত সেলিম আহম্মেদ, গ্রাম- পাড়াটঙ্গী, পোঃ ‍মুক্তাগাছা, থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহকে তার নিজ বাড়ী হতে মাদকদ্রব্য সেবন করা অবস্থায় হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে, জনাব রোমানা রিয়াজ, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, মুক্তাগাছা, ময়মনসিংহ মহোদয় আসামি মোঃ হযরত আলীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা মোতাবেক ২০০ (দুইশত) টাকা অর্থদন্ড ও ০১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। (যার মোবাইল কোর্ট মামলা নং- ৬৪/২৩, তারিখ- ১৭/১০/২০২৩ খ্রিঃ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *