১৯ দিন ব্যপি ৫৩তম মাহফিলে সীরাতুন্নবী (স:)'র চট্টগ্রাম এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
৪ঠা সেপ্টেম্বর চট্টগ্রাম শহরের ইন্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হলো মাহফিল এর সর্ববৃহৎ প্রস্তুতি সভা ।
প্রস্তুতি সভায় উপস্থিত বক্তারা হযরত শাহ্ মাওলানা হাফেজ আহমদ (রাহঃ) প্রকাশ শাহ সাহেব হুজুর চুনতী কর্তৃক প্রবর্তিত ঐতিহাসিক ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী সঃ মাহফিল ১৯৭২ ইং হতে প্রতি বছর ১১ রবিউল আউয়াল থেকে ২৯ রবিউল আউয়াল ধারাবাহিক আয়োজন নিয়ে মহান আল্লাহর রহমত এবং শাহ সাহেব কেবলার কারামত হিসেবে কোরআন ও হাদিসের আলোকে উপস্থাপন করেন। মাহফিল এর প্রচার ও প্রসারে নানান মত ও পথের অনুসারী অন্যান্য অঞ্চলের মানুষদের সাথে পরিচিতি এবং প্রতি বছর বিপুল পরিমাণ অনুদান সংগ্রহের নিমিত্তে চট্টগ্রাম শহরের বিভিন্ন মার্কেট ও বণিক সমিতির সম্পৃক্ততা বৃদ্ধির আহ্বান জানান।
চুনতির বয়সভিত্তিক ক্লাব গুলোর অসামান্য সহযোগিতায় চট্টগ্রাম শহরের প্রস্তুতি সভা ক্রমশ ব্যাপক আকার ধারণ করেছে।
এএইচএম শাকিল এর সুললিত কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত ও আব্দুল হাদী এবং মাবরুর হোসাইন ছিদ্দিকী এর সুরলহরী হামদ পরিবেশন শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদের সভাপতিত্বে এই মহতী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চুনতি আনজুমান ই ইখওয়ান ত্বরিকত এর খলিফা মুযায এবং শাহী জামে মসজিদ খতিব সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামী, চবি আরবি ও সাহিত্যের প্রফেসর ড. আকম আব্দুল কাদের, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসা গভর্নিং বডি সভাপতি ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোসাম উদ্দিন, চবি ইসলামিক স্টাডিজ প্রফেসর ডঃ এনামুল হক, সাবেক প্যানেল মেয়র ও নগরীর দেওয়ান বাজার ওয়ার্ড জনপ্রিয় কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, লোহাগাড়া উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান ইব্রাহিম কবির, অর্থোপেডিক সার্জন ডাঃ মাহমুদুর রহমান, মোতোয়াল্লী কমিটির যুগ্ম সম্পাদক ইসমাঈল মানিক, তোলাবায়ে সাবেকিন সাধারণ সম্পাদক অলিউদ্দিন মোহাম্মদ, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও মোতোয়াল্লী সদস্য আবদুল বাসেত দুলাল, মোতোয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক মু. ইবনে দিনার নাজাত , চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ ফারুক হোসাইন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ইংরেজী ভাষা ও সাহিত্যের অধ্যাপক সাদাত জামান খান মারুফ , মোতোয়াল্লী কমিটির কোষাধ্যক্ষ ইদ্রিস মিনহাজ, তামাকুমুন্ডি বণিক সমিতির আবু তালেব, মাওলানা মমতাজুর রহমান প্রমুখ।
আবু দাউদ মুহাম্মদ শাহ শরীফ এর দরাজ গলায় মিলাদ ও কিয়ামের পর মুনাজাত পরিচালনা করেন মোতোয়াল্লী সহ সভাপতি আল্লামা আলহাজ্ব মাওলানা কাজী নাছির উদ্দিন।
উল্লেখ্য, ৫৩তম সীরতুন্নবী (সঃ) মাহফিল আগামী ২৭ সেপ্টেম্বর উদ্বোধন এবং ১৫ অক্টোবর দিবাগত রাতে আখেরি মোনাজাত এর মাধ্যমে শেষ হবে ইনশাআল্লাহ।