হাত পা বাধা অবস্থায় চালকে উদ্ধার করল দোহাজারী হাইওয়ে থানা পুলিশের
রিপোর্ট -মিনহাজ বাঙালী
সাতকানিয়ায় হাত-পা বাঁধা অবস্থায় রিয়াদ নামে এক চালককে উদ্ধার করেছে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ।
সোমবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর মৌলভীর দোকান এলাকায় দাঁড়িয়ে থাকা একটি নোহা গাড়ির ভেতর থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে তাকে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
যাত্রীবেশে দুর্বৃত্তরা গাড়িতে উঠে তাকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তার মোবাইল ও টাকা পয়সা লুট করে নিয়ে গেছে।
দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, ওই চালক শঙ্কামুক্ত।
দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ ইরফান বলেন, গাড়িটি থানা হেফাজতে আছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।