হত্যার সাথে জড়িত ১রোহিঙ্গা যুবককে আটক করেছে
লোহাগাড়া থানা পুলিশ।
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি,
২৬ শে ফেব্রুয়ারি সন্ধ্যায় কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কুতুবপালং মধুরছাড় ক্যাম্প স্টেশন থেকে আমিন (২৬) নামে ১ রোহিঙ্গা যুবককে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্রে জানাযায়, গত ১৬ ফেব্রুয়ারি চরম্বা ইউনিয়নের বায়ার পাড়ার স্হানীয় বাসিন্দা আহম্মেদ কবির (৭৫) বছর বয়সী এক কৃষককে অজ্ঞাতনামা খুনিরা ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে হত্যার করে পালিয়ে যায়। লোহাগাড়া থানা পুলিশ হত্যার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করার জন্য,তথ্য প্রযুক্তির সাহায্যে হত্যাকান্ডের ঘটনায় জড়িত ব্যক্তির অবস্থান নিশ্চিত হয়ে, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) শরিফুল ইসলাম পিপিএম সঙ্গীয় অফিসার ফোর্সসহ কক্সবাজার উখিয়া থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হই।
আসামীকে নিজেকে রোহিঙ্গা নাগরিক এবং ঘটনার পূর্বে খুন হওয়া আহম্মেদ কবিরের বাড়ীতে কামলা হিসেবে কাজ করতো বলে স্বীকার করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, খুনির অবস্থান নিশ্চিত হয়ে থানা পুলিশের একটি টিম আমিন কে গ্রেফতার করি,২৭ শে ফেব্রুয়ারী কোর্টে প্রেরণ করি।