
সৌদি আরবে ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ১৩ বাংলাদেশি সহ ২২ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক।
২৭ মার্চ হজ্ব যাত্রীবাহী একটি বাস ওমরাহ হজ্ব যাত্রীদের নিয়ে পবিত্র মক্কা শরীফে যাওয়ার সময় আসিফ প্রদেশের আকাবাহ শাহ এলাকায় ব্রিজের সাথে ধাক্কা লেগে বাসটি উল্টে গিয়ে আগুন ধরে।এতে ২২ জনের প্রাণহানি হয় তার মধ্যে ১৩ জন বাংলাদেশি।
জানাযায়, বাসটিতে ৪৭ জন আরোহী ছিল তার মধ্যে ৩৫ জনই বাংলাদেশী, এখনো ৫ জন বাংলাদেশীকে শনাক্ত করা যায়নি।
নিহতরা হলেন, নোয়াখালীর, মোহাম্মদ হেলাল উদ্দিন, শহিদুল ইসলাম। কুমিল্লার মুরাদ নগরের, মামুন মিয়া, রাসেল মোল্লা। দেবিদারের, গিয়াস হামিদ। লক্ষী পুরের, সবুজ হোসেন। মহেশখালীর মোহাম্মদ আসিফ, সিফাত উল্লাহ, মোহাম্মদ হোসেন। চাঁদপুরের রুপ মিয়া। যশোরের কোথাওয়ালীর, মোহাম্মদ নাজমুল ও রনি।
সূত্র, সৌদি আরবের বাংলাদেশী দূতাবাস।