সিটি তাঁত ও বস্ত্র মেলার উদ্বোধন করলেন মেয়র ইকরামুল হক টিটু
গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
আজ বুধবার (২৫ অক্টোবর ২০২৩) তারিখ বিকেলে ৪টায় কাচারি ঘাট এলাকায় মাসব্যাপী তাঁত বস্ত্র মেলা উদ্বোধন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
উদ্বোধনকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূইয়া, মসিকের প্যানেল মেয়র ০৩ সামীমা আক্তার, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ কামাল আকন্দ, ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি শংকর সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।