সিইএইচআরডিএফ বড় মহেশখালী লোকাল সম্মেলন অনুষ্ঠিত।
প্রেস বিজ্ঞপ্তিঃ
পরিবর্তনের জন্য তারুণ্যের শক্তি শ্লোগানে
পরিবেশ, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার ও টেকসই উন্নয়ন বিষয়ক সংগঠন সেন্টার ফর এনভায়রনমেন্ট, হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট ফোরাম – সিইএইচআরডিএফ এর বড় মহেশখালী লোকাল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সিইএইচআরডিএফ এর প্রধান নির্বাহী ও সম্মেলনের সভাপতি মোঃ ইলিয়াছ মিয়া’র সভাপতিত্বে ও সম্মেলন তত্বাবধায়ক ও সহকারী প্রধান সমন্বয়ক(এসওএস) রুহুল আমিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড় মহেশখালী ইউনিয়নের চেয়ারম্যান শ. আ. ম এনায়েত উল্লাহ বাবুল।
সিইএইচআরডিএফ বড় মহেশখালী লোকাল কাউন্সিল এর আয়োজনে এ সম্মেলনে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, তারুণ্য ও নেতৃত্ব, শিক্ষা ও দক্ষতা এবং কৃষি ও সম্ভাবনা বিষয়ে ব্যাপক আলোচনা অনুষ্ঠিত হয়।
সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে এনায়েত উল্লাহ বাবুল বলেন, চায়না, আমেরিকা সহ সুপারওয়ার রাষ্ট্রগুলোই মুলত জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতির দিক যারা তোলে ধরে কথা বলেছেন সরকার তাদের বাক রুদ্ধ করে দিয়েছে। কিন্তু, এখনও যেগুলো শুরু করার জন্য প্রস্তুতি চলছে হয়তো আমরা সঙ্ঘবদ্ধ হয়ে কথা বললে সেগুলো বন্ধ হবে বলে আমি বিশ্বাস করি।
তিনি আরো বলেন, পাহাড় কাটা,প্যারাবন কাটা এগুলো করছে মুলত সমাজের উচ্চশ্রেণীর লোভী ও প্রভাবশালী ব্যক্তিরা। সরকারের উচিৎ হবে তাদের বিরুদ্ধ তড়িৎ পদক্ষেপ নিয়ে আইনের আওতায় আনা। তিনি আরও বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দায়িত্বশীলদের আরও বেশি জবাবদিহির চর্চা করতে হবে।
সভাপতির বক্তব্যে মোঃ ইলিয়াছ মিয়া বলেন, সিইএইচআরডিএফ লোকাল সম্মেলন এই ইউনিয়ন এর কয়েক’শ যুব জনগোষ্ঠী এবং শতাধিক বুদ্ধিজীবী, রাজনীতিক, সমাজকর্মী, পেশাজীবী, ব্যবসায়ী ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিকে একত্রিত করেছে। তিনি বলেন, এ সম্মেলনের মূল লক্ষ্য একটি অঞ্চলভিত্তিক শক্তিশালী নেটওয়ার্কিং যা এ অঞ্চলের মানুষের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রসার ঘটাবে এবং সামষ্টিক কর্মকান্ডে জনগণকে ঐক্যবদ্ধ করবে। তিনি আরো বলেন, এই সম্মেলন এ অঞ্চলের সংকট ও সম্ভাবনাকে আগামীর তারুণ্যকে নতুন স্বপ্ন বিনির্মাণে খোরাক জোগাবে।
পবিত্র কুরআন তেলাওয়াত এর মাধ্যমে সভা শুরু হয়। তেলাওয়াত করেন কক্সবাজার সদর এরিয়া সেক্রেটারি এমদাদুল হক।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সিইএইচআরডিএফ এর সহকারী প্রধান সংগঠক(এলডিএস) আব্দুল মান্নান রানা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইল্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক জিয়াউল করিম, বড় মহেশখালী ইউনিয়ন এর প্যানেল চেয়ারম্যান শফিউল আলম, শিক্ষক ও কবি খালেদ মাহবুব মোর্শেদ, সিইএইচআরডিএফ সহকারী প্রধান সংগঠক(ওডিএস) মোঃ রেজাউল করিম, চিকিৎসক ও শিক্ষক সিরাজুল হক, আলমগীর ফরিদ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর বাংলার শিক্ষক বেলাল আহমেদ, সাংবাদিক আমিনুল ইসলাম, সংবাদকর্মী এস এম রুবেল প্রমূখ।
এতে উপস্থিত ছিলেন সিইএইচআরডিএফ এর ব্যবস্থাপনা ডিভিশন ফোকাল অর্গানাইজার রেজাউল হায়াত রেজা, সমন্বয় ডিভিশনের ফিল্ড সচিব মাহবুবুর রহমান, ফতেখাঁরকুল ফোরাম ব্যবস্থাপক তৌফিকুল ইসলাম চৌধুরী, কালারমারছড়া ফোরাম ব্যবস্থাপক আবুল বাশার।
সম্মেলন আয়োজন সমন্বয় করেন বড় মহেশখালী লোকাল সম্মেলন আয়োজক কমিটির যুগ্ম-তত্বাবধায়ক রাশেদুল ইসলাম, সমন্বয়ক আব্দুস শাকুর আবির, সচিব রাশেদ চৌধুরী, যুগ্ম-সমন্বয়ক জয়নাল আবেদীন, মোহাম্মদ রাসেল, সহকারী সচিব মোহাম্মদ ফারুক, মোহাম্মদ জাহাঙ্গীর, সদস্য এহসান উল্লাহ, আসিফ ইকবাল, নাফিস ইকবাল মাহিন, আলমগীর ফরিদ, সুমন খান, আব্দুল্লাহ আল হামেদ, ওমর ফারুক ও হাবিবুল্লাহ হাতেম প্রমূখ।