সাপ্তাহিক মাইনী পত্রিকার "সেরা রিপোর্টার" হিসেবে সম্মাননা পেলেন আব্বাস উদ্দিন
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
দক্ষিণ চট্টলার অন্যতম সাতকানিয়া লোহাগাড়ার সাড়া জাগানো পত্রিকা সাপ্তাহিক মাইনী পত্রিকার "সেরা রিপোর্টার" হিসেবে বিশেষ সম্মাননা স্মারক পেলেন ডায়মন্ড প্রবাসী গ্রুপের এম ডি ও ঢাকা রিপোর্ট ২৪ ডট কমের ক্রাইম রিপোর্টার মোহাম্মদ আব্বাস উদ্দীন।
৩০ মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে সাপ্তাহিক মাইনী পত্রিকার সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম সবুজ ও বাংলাদেশ সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মাস্টার মিয়া ফারুক সম্মাননা স্মারক তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলার সভাপতি অধ্যাপক হামিদুর রহমান, কলামিস্ট ও লেখক মোহাম্মদ হোসেন, সামরাজ ট্রাভেল এন্ড ট্যুরস এর এমডি মোহাম্মদ আবু ছিদ্দিক সাংবাদিক সংস্থা লোহাগাড়া উপজেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার, সাপ্তাহিক মাইনী পত্রিকার সহ সম্পাদক ডাক্তার কামাল উদ্দিন ও বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আজিজ।