সাতকানিয়া উপজেলা কৃষকলীগ কর্তৃক আয়োজিত
"কৃষক সমাবেশ" ও সার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
(বিশেষ প্রতিনিধি)
"কৃষক বাঁচাও, দেশ বাঁচাও" এই স্লোগান সামনে রেখে বাংলাদেশ কৃষকলীগ ঘোষিত ১৫ই মার্চ "কৃষক হত্যা" দিবস, ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সাতকানিয়া উপজেলা কৃষকলীগ শাখা কর্তৃক আয়োজিত "কৃষক সমাবেশ"
ও প্রান্তিক কৃষকদের মাঝে "সার বিতরণ" অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।
সোমবার (২০ মার্চ"২০২৩ইং) বিকেলের দিকে সাতকানিয়া রিসোর্টে এ সমাবেশের আয়োজন করা হয়।
সাতকানিয়া উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নুর হোসেনের পরিচালনায় ও উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ ডালু'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম আমিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের সভাপতি আতিকুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতাউল করিম আতিক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কৃষিবান্ধব ও উন্নয়নমুখী সরকার। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সবসময় দেশ এবং দেশের মানুষের কথা চিন্তা করেন। আজ ইউক্রেন, রাশিয়া যুদ্ধের কারণে সারা বিশ্বের অর্থনীতি টালমাটাল। আমেরিকা, সুইজারল্যান্ডে বন্ধ হয়ে যাচ্ছে ব্যাংক। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা ইউরোপ আমেরিকা, সেই তুলনায় বাংলাদেশ আজ অনেকটা ভালো আছে। কারণ আমাদের একজন দেশরত্ন শেখ হাসিনা আছেন। কৃষকরত্ন শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের জন্যই দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।
তিনি আরও বলেন, দেশ এবং দেশের মানুষের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। কারণ শেখ হাসিনাই আমাদের সাহস, আমাদের অনুপ্রেরণা। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় বিজয়ী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিরলসভাবে কাজ করে যেতে হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, এডভোকেট সাইফুদ্দিন সিদ্দিকী, এডভোকেট প্রদীপ দাশ, মোহাম্মদ শাহজাহান, নুরুল আবছার, সাংবাদিক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ'রা।
অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার বিতরণ করেন।