সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্টিত
মোঃ গিয়াস উদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি:-
দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে ৫ মে, শুক্রবার ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থী ছাত্রীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ নুরুল আবছার চৌধুরী। বক্তব্যে তিনি বলেন "নির্বাচনী পরীক্ষায় সকল বিষয়ে পাস করতে হবে। ইংরেজি ও আইসিটি বিষয়ে বিনা বেতনে বিশেষ ক্লাশ নেওয়া হচ্ছে। কলেজে বিরাজমান সকল সুযোগ সুবিধার সদ্ব্যহার করার জন্য অভিভাবকদের সচেতন হতে হবে। সমাবেশে প্রধান আলোচক ছিলেন ফটিকছড়ির গাউসুল আজম মাইজভান্ডারী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল বাতেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য অ্যাডভোকেট মোঃ ইলিয়াস, প্রথম আলো পত্রিকার সিনিয়র সাংবাদিক অধ্যাপক মামুন মোহাম্মদ, কলেজ গভর্নিং বডির সদস্য ডাঃ এ. আর রায়হান ছিদ্দিকী, মোহাম্মদ কামাল উদ্দীন, মোহাম্মদ ইসমাইল, মোঃ নজরুল ইসলাম। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক রুহুল কাদেরের সভাপতিত্বে ও অধ্যাপক জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে কলেজের সকল শিক্ষক ও ছাত্রীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ছাত্রীদের ভাল ফলাফলের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।