সাতকানিয়ায় ৮০ লিটার দেশিয় মদ ও নাম্বারবিহীন সিএনজি সহ আটক -১
মিনহাজ বাঙালী (সাতকানিয়া) চট্টগ্রাম।
চট্টগ্রাম সাতকানিয়ায় ৮০ লিটার দেশিয় চোলাই মদ ও বহনকৃত নাম্বারবিহীন সিএনজি সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সাতকানিয়া থানা পুলিশ। সাতকানিয়া এওচিয়া ইউনিয়নের অন্তর্গত ৪ নং ওয়ার্ড দেওয়াদিঘী বাজার কে এম উচ্চ বিদ্যালয়ের সামনের গেইটে সাতকানিয়া গুণাগড়ি সড়ক হতে সাতকানিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে আবদুর ছবুর (প্রঃ) ভেট্টা মিয়া (৪৫) নামক একজন কে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন সাতকানিয়া থানায় কর্মরত (এস আই) মাজহারুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স । আটকৃত মাদক ব্যবসায়ী চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়ন ৩নং ওয়ার্ডের চুন্না পাড়া গ্রামের মোঃ বদিউল আলম প্রঃ বদি আহম্মদের ছেলে। উদ্ধার পূর্বক জব্দকৃত- ৮০ লিটার দেশিয় তৈরী চোলাই মদ এবং ০১ নাম্বার বিহীন সবুজ রঙ্গের সিএনজি সহ ১৮/০৮/২০২৩খ্রি., ১৭.৩০ ঘটিকায় গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে সাতকানিয়া থানার মামলা নং-১৪, তাং- ১৯/০৮/২০২৩ইং ধারা- ৩৬(১) সারণির ২৪(খ)/৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত।