সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
কাজী রিপন(জয়পুরহাট)প্রতিনিধি:
সংবাদ প্রকাশের জেরে জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে জেলার সাংবাদিকরা। শনিবার(১৭ জুন) দুপুরে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আবারও সেখানে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, জয়পুরহাট সাংবাদিক ঐক্যজোটের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান, জেলা টেলিভিশন রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোমেন মুনি, প্রেসক্লাব জয়পুরহাটের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখর মজুমদার, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি রাজশাহী বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও আক্কেলপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক নিরেন দাস,প্রথম আলোর পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক রবিউল ইসলাম,ডিবিসি নিউজ টেলিভিশনের সাংবাদিক শামীম কাদিরসহ আরও অন্যান্য সাংবাদিক নেতারা।
এছাড়া কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার শতাধিক সংবাদিক অংশ নেন।
বক্তরা সাংবাদিক নাদিম হত্যার সাথে জড়িতের আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবি জানান।এমনকি কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।