সপ্ন সুপার শপের শুভ উদ্বোধন
মো আরাফাত আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
অত্যানুধিক মানের, রুচিসম্মত এবং কোয়ালিটিফুল পণ্যবিক্রির লক্ষ্য নিয়ে স্বপ্ন সুপার শপের শুভ উদ্বোধন হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) বিকেল ৩টায় চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ ২নং গেইট কসমোপলিটান আবাসিক এলাকার সিদ্দিক মঞ্জিলে এই সুপার শপের উদ্বোধন হয়।
এসময় স্থানীয় ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মোরশেদুল আলম মোরশেদ, "সপ্ন"র চট্টগ্রাম ডিভিশনাল হেড রমিজ উদ্দিন, এক্সপ্যানসন ম্যানেজার শহিদুল ইসলাম, স্বপ্ন সুপার শপের সত্ত্বাধিকারী হেলাল উদ্দীন চোধুরী সাজ্জাদ এবং তার পরিবারের অন্যান্য সদস্য, স্থানীয় ব্যবসায়ী, ক্রেতারা উপস্থিত ছিলেন।
এসময় স্বপ্ন সুপার শপের সত্ত্বাধিকারী হেলাল উদ্দীন চোধুরী সাজ্জাদ বলেন, রুচিসম্মত এবং কোয়ালিটিফুল খাবার এবং পণ্য বিক্রির লক্ষ্য নিয়ে এই সুপার শপের যাত্রা শুরু করেছি। ক্রেতাদের শতভাগ সেবা দিতে আমি কাজ করে যাবো।