সড়ক দূর্ঘটনায় নিহত হলেন,বটতলী স্টেশন পরিচ্ছন্ন কর্মী
বাদশা মিয়া।
আবুল কালাম আজাদ,(লোহাগাড়া) চট্টগ্রাম
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী স্টেশন পরিস্কার- পরিচ্ছন্না করার সময় বাদশা মিয়া (৫০)নামে একজন পরিচ্ছন্ন কর্মী নিহত হলে।
৬ অলক্টোবর ভোর ৫ টায় চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কে বটতলী স্টেশনে এই দূর্ঘটনা ঘটে।
নিহত বাদশা মিয়া কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বাসিন্দা তার ৫ টি কন্যা সন্তান রয়েছে ।
বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব,মিজানুর রহমান মিজান জানান, বাদশা মিয়া দীর্ঘদিন ধরে পরিস্কার - পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করে যাচ্ছে,৬ অক্টোবর ভোর ৫ টায় কক্সবাজার মুখি একটি বাস থাকে ধাক্কা দিলে আশপাশের লোকজন হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার থাকে মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ এরফানের কাছে এই ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে একটি পুলিশি টিম পাঠায়, বাদশা মিয়াকে ধাক্কা দেওয়া বাসটি সনাক্ত করা সম্ভব হয়নি তবে ভিন্ন সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে ঘাতক বাসটিকে আটক করার জন্য অভিযান চালানো হচ্ছে, বাদশা মিয়ার (৫০) লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।