শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২৩ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২৩ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিনিধিঃলোহাগাড়া(চট্টগ্রাম)

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ২৪ জানুয়ারী সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সহযোগীতায় লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অ্যাথলেটিকস প্রতিযোগিতা ২৩ অনুষ্ঠিত হয়
অনুষ্ঠান উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ।

বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান,লোহাগাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম এ ইব্রাহিম কবির, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন হিরু,  লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুুহাম্মদ আতিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ নুরুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আবু বকর, মোস্তফা বেগম গালর্স হাই স্কুলের প্রধান শিক্ষক মাস্টার মোহাম্মদ হাসান,সাবেক প্রধান শিক্ষক মাস্টার সুজিত পাল,লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার এসকে সামশুল আলম উপস্থিত ছিলেন।
এই ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন এর চেয়ারম্যান, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্ল্যাহ বলেন এই প্রতিযোগিতা ছাত্রদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রতিযোগীতায় অংশগ্রহণ কারী ছাত্ররা অনেক কিছু শিখেছে যা আগামী দিন গুলোতে তাদের কাজে লাগবে। যারা এই প্রতিযোগিতা অনুষ্ঠান সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য সহযোগিতা করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে অতিথিরা পুরুষ্কার তুলেদেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *