শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আনোয়ারা থানা পুলিশের সাথে পূজা উদযাপন পরিষদের মতবিনিময়
মো আরাফাত আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
আনোয়ারা থানা পুলিশের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু-সুন্দরভাবে উদযাপন এবং সার্বিক নিরাপত্তার পরিকল্পনা নিয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পূর্ব প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ অক্টোবর ) সকাল ১১ টায় উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিদের নিয়ে থানা পুলিশের সভা কক্ষে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। থানার সেকেন্ড অফিসার কাউসার আহম্মদ এর পরিচালনায়
আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহেল আহমদ।
তিনি বলেন, পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপ এলাকায় সর্বোচ্চ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। পুলিশ ও আনসারের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা সহ পূজার নিরাপত্তার সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করার কথাও তিনি বলেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সূগ্রীব মজুমদার দোলন, জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক কল্লোল সেন,হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ আনোয়ারা উপজেলার সাধারণ সম্পাদক সাগর মিত্র, উপজেলা পূজা কমিটির সাবেক সভাপতি লায়ন অজিত নাথ,সাবেক সাধারণ সম্পাদক যুবনেতা অনুপম চক্রবর্তী বাবু,পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিউটন সরকার,রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: সোহরাওয়ার্দী সহ সকল ইউনিয়নের দুর্গা পূজা উদযাপন পরিষদের কমিটির নেতৃবৃন্দ।
উল্লেেখ্য, আনোয়ারায় প্রতিমা ও ঘট পূজাসহ মোট ১২৩ টি পূজা মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষে থেকে সুষ্ঠু সুন্দর আয়োজনে পূজা উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেছেন।