শপথ নিলেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান
আনোয়ারা চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, ভাইস চেয়ারম্যান এম মান্নান মান্না এবং মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট চুমকি চৌধুরীর শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।
বুধবার (১২ জুন ) দুপুরে চট্টগ্রাম নগরীর আইস ফ্যাক্টরি রোডের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) হলরুমে নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম।
উল্লেখ্য, গত ২৯ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আনোয়ারা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৫৮ হাজার ৮শ ৩০ ভোট পেয়েছেন কাজী মোজাম্মেল হক। ৩১ হাজার ১শ ৫৭ ভোট পেয়ে এম এ মান্নান মান্না (চশমা) ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৫হাজার ৯শ ৪০ ভোট পেয়ে নির্বাচিত হন এডভোকেট চুমকি চৌধুরী।