লোহাগাড়া সাংবাদিক ফোরাম’র নবগঠিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল সম্পন্ন
জমির উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার একঝাঁক গণমাধ্যম কর্মীদের নিয়ে গঠিত লোহাগাড়া সাংবাদিক ফোরাম’র নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
১ এপ্রিল বিকেলে উপজেলার বটতলী মোটর ষ্টেশনস্থ ইনসাফ রেস্তোরাঁয় অনুষ্ঠিত অভিষেক ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম.এম.আহমদ মনির। সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক ও যুগ্ম সম্পাদক সাত্তার সিকদার-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন চুনতি ইউপি’র সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা ঠিকাদার সমিতির সভাপতি ও বিশিষ্ট আওয়ামী রাজনীতিক নুরুল আলম জিকু, উপজেলা ইটভাটা মালিক সমিতির সহ-সভাপতি নুরুল আলম কোম্পানী, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল কবির কোম্পানী , বিশিষ্ট ব্যবসায়ী এম.এ. আজিজ, উপজেলা বিআরডিবি'র সাবেক সভাপতি নাছির উদ্দীনসহ সংগঠনের সকল সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।