লোহাগাড়া সমিতি চট্টগ্রাম’র স্থায়ী কার্যালয় উদ্বোধন ও মিলন মেলা অনুষ্ঠিত
মোহাম্মদ আব্বাস উদ্দিন, বিশেষ প্রতিনিধি
চট্টগ্রাম জেলার অন্যতম সামাজিক ও মানবিক সংগঠন লোহাগাড়া সমিতি চট্টগ্রাম এর অভিষেক অনুষ্ঠান ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
২১ অক্টোবর’২৩ শনিবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম কাজীর দেউরী ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগাড়া সমিতি চট্টগ্রাম এর সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শফিক উদ্দিন।
লোহাগাড় সমিতি চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওন, দপ্তর সম্পাদক ফৌজুল কবির ফজলু, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সোলাইমান কাসেমীর যৌথ সঞ্চলনায় অভিষেক ও মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া লোহাগাড়ার মাননীয় এমপি, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর চেয়ারম্যান ও লোহাগাড়া সমিতি চট্টগ্রাম’র প্রধান উপদেষ্টা প্রফেসর ড আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তর এর পরিচালক ( উপসচিব) জনাব কাজী নাজিমুল ইসলাম চট্টগ্রাম সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জনাব মোহাম্মদ ফরিদুল আলম, লোহাগাড়া সমিতি চট্টগ্রাম সহ সভাপতি ও অভিষেক অনুষ্ঠান বাস্তবায়ন উপ-কমিটি আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ ইসমাইল, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মোস্তাক আহমদ চৌধুরী, সহ সভাপতি যথাক্রমে এস এম মখছুদুল হক চৌধুরী, ইস্কান্দার মির্জা, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও সহসভাপতি এরফানুল করিম চৌধুরী, লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সহসভাপতি আলহাজ্ব নুরুচ্ছা চৌধুরী, ডাঃ মোহাম্মদ শাহ আলম, তরুণ শিল্পপতি ফোরকান উল্লাহ চৌধুরী, নুর মুহাম্মদ শহিদুল্লাহ, মোহাম্মদ হারুন আর রশিদ, যুগ্ন সাধারণ সম্পাদক যথাক্রমে সালাহ উদ্দিন চৌধুরী সোহেল, মোহাম্মদ শহিদুল ইসলাম, সাজ্জাদ হোসাইন মিনহাজ, অর্থ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, সহ অর্থ সম্পাদক ইয়াছিন আরফাত, চট্টগ্রাম বিক্সস ফিল্ড মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছরওয়ার কোম্পানি, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সোলাইমান কাসেমী, দপ্তর সম্পাদক ও যুবনেতা ফৌজুল কবির ফজলু, সহ সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এরফানুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক ছালেহা বেগম, সাহিত্য বিষয়ক সম্পাদক মাওলানা মহি উদ্দিন মাহবুব, সমাজ কল্যান সম্পাদক নুরুল আলম,কার্যনিবাহী সদস্য যথাক্রমে মোহাম্মদ ইউনুছ, মোহাম্মদ তাজুল ইসলাম, সৈয়দ নুর, সাইদুল আলম সাঈদ, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য, আজীবন সদস্য ও সাধারণ সদস্য সহ রাজনৈতিক, সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকগণ, সুশীল সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।