লোহাগাড়া ভাড়া বাসায় দুই সন্তানের জননীর অত্মহত্যা।
প্রতিনিধি ঃলোহাগড়া, (চট্টগ্রাম)
এস,কে,এফ ফার্মাসিউটিক্যালসের লিঃ এর লোহাগাড়া প্রতিনিধির স্ত্রী রিনা আক্তার গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
চট্টগ্রাম লোহাগড়া উপজেলার রশিদ পাড়ায় বাড়া বাসায় থাকত রিনি আক্তার দম্পতি, তাদের ঘরে ২ সন্তান ছিল ২৮ ডিসেম্বর সকল ৬-৭ টার সময় এই ঘটনা টি ঘটে। স্বামী স্ত্রী দুই জনের বাড়ি পাবনা জেলায় স্বামীর নাম সিরাজুল ইসলাম।
সিরাজুল ইসলাম জানান স্বামী স্ত্রী দুই জনই রাত্রে ঘুমিয়ে ছিলাম সকলে ঘুম থেকে উঠে দেখি আমার স্ত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান আত্মহত্যার খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশি টিম পাঠিয়ে ঝুলন্ত মৃতের মরদেহ উদ্ধার করি, ময়না তদন্তের
জন্য মর্গে প্রেরণ করি তিনি আরো জানান নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।