লোহাগাড়া প্রেস ক্লাবের নির্বাচনে সাইফুল্লাহ সভাপতি মিনহাজ সম্পাদক নির্বাচিত
সংষ্কারপূর্বক বৈষম্যহীন লোহাগাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভোটগ্রহণ করা হয়।
নির্বাচনে দৈনিক পূর্বদেশ প্রতিনিধি এম সাইফুল্লাহ চৌধুরী সভাপতি, মাই টিভি প্রতিনিধি শাহজাদা মিনহাজ সাধারণ সম্পাদক, গ্লোবাল টিভি প্রতিনিধি এরশাদ আলম সাংগঠনিক সম্পাদক, দৈনিক সকালের সময় প্রতিনিধি মোজাহিদ হোসাইন সাগর অর্থ সম্পাদক ও বিজয় টিভি প্রতিনিধি মোকতার হোসেন দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সময়ের আলো প্রতিনিধি আরিফুল ইসলাম।
নির্বাচন পরিচালনা করেন আলহাজ মোস্তফিজুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আবু তাহের। তাঁকে সহায়তা করেন মাস্টার মোবারক আলী ও জয় দেব। নির্বাচনী অনুষ্ঠান পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা জামায়াত আমীর মাওলানা অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী ও সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব সাজ্জাদুর রহমান, লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক জালাল আহমদ, আমিরাবাদ ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর কাজী নুরুল আলম চৌধুরী, সাবেক ছাত্রদল নেতা এ.টি.এম জাহেদ চৌধুরী, জেলা যুবদল নেতা আবু সেলিম চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল হাশেম, উপজেলা যুবদলের আহবায়ক মেম্বার শব্বির আহমদ, আমিরাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক সাহাব উদ্দীন, প্রজন্ম লোহাগাড়ার সদস্য সচিব মাস্টার ফারুক, মো. আমানুল হক, সাইফুর রহমান, নুরুচ্ছফা চৌধুরী, হেলাল উদ্দীন, আরিফুল্লাহ চৌধুরী, ছাত্র প্রতিনিধি হোছাইন মাহমুদ তামিম মির্জা, জহির উদ্দীন, মো. হাসান ও মো. সাকিব প্রমুখ।