লোহাগাড়া প্রেসক্লাবের সাথে বিএনপির নেতা নাজমুল মোস্তফা আমিনের মতবিনিময়।
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কর্মরত সাংবাদিকদের সংগঠন লোহাগাড়া প্রেসক্লাবের সদস্যদের সাথে লোহাগাড়া উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল মোস্তফা আমিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সময় তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক,বস্তু নিষ্ঠা সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসংগতি গুলো তুলে ধরবেন। দীর্ঘ ১৬ বৎসর স্বৈরচার সরকার সাংবাদিক দের কন্ঠ রোধ করেছিল তাই আপনারা সত্য তুলে ধরতে পারেননি এখন সেই সময় নেই আপনারা নির্বিঘ্নে সত্য বাস্তব চিত্র গুলো তুলে ধরতে পারবেন। তিনি আরো বলেন একটি সুন্দর সুশৃঙ্খল দূর্নীতি মুক্ত তরুন নির্ভর লোহাগাড়া উপজেলা গঠন করার প্রত্যয় ব্যক্ত করেন।লোহাগাড়ার এই জনপদে শান্তি প্রতিষ্ঠা করা,লোহাগাড়ার অবকাঠামোগত উন্নয়ন,দারিদ্র জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে দারিদ্র মুক্ত লোহাগাড়া গঠন করা। খালের পাড়ে অবস্থিত বাড়ি ঘর যা পানির ঢলে ভেঙ্গে যাচ্ছে তাদের সহায়তা করা ভাঙ্গান রোধে প্রয়োজনীয় ব্যবস্থা করা।মাটি,বালু,পাহাড় খেকোদের দলে কোন জায়গায় দেওয়া হবে না। লোহাগাড়ার প্রাণ কেন্দ্র বটতলী মোটর স্টেশনস্থ ব্যবসায়ীদের প্রাণের সংগঠন শহর উন্নয়ন কমিটির নির্বাচন দ্রুত সময়ের মধ্যে দেওয়ার জোর আহবান জানান।
লোহাগাড়ার অভিজাত রেস্টুরেন্ট গ্রান্ড মাশাবির হল রুমে ২ ই জানুয়ারী-২৪ রোজ বৃহস্পতিবার দুপুর ১ টায় লোহাগাড়া প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করেন।
এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু সেলিম চৌধুরী। লোহাগাড়া উপজেলা বিএনপির সদস্য আবুল কাশেম। লোহাগাড়া উপজেলা যুবদলের আহবায়ক শাব্বির মেম্বার।
লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি এম এ সাইফুল্লাহ চৌধুরী সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজ সহ প্রেসক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।