লোহাগাড়া পুলিশের হাতে আবারও ইয়াবা ব্যবসায়ী বাইট্টা কাশেম গ্রেফতার।
আবুল কালাম আজাদ, (লোহাগাড়া) চট্টগ্রাম প্রতিনিধি:
বারবার ইয়াবা নিয়ে পুলিশের হাতে গ্রেফতার হবে , জেলেও দিবে পরে দ্রুত কোর্ট থেকে জামিনও পাই এবং পরবর্তীতে পূণরায় ব্যবসা চালু করে তার নাম ইয়াবা সম্রাট বাইট্টা আবুল কাশেম, সাবেক ইউপি সদস্য।
কাশেম লোহাগাড়া সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড জোনাবীর পাড়ার মৃত এনায়ত উল্লার ছেলে।
থানা সূত্রে জানাযায়,১ ই জুন বৃহস্পতিবার সকাল ৭ ঘটিকার সময় চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়কে চুনতী ইউনিয়নের ফরেস্ট অফিসের সামনে লোহাগাড়া থানার এসআই শরিফুল ইসলাম নেতৃত্বে যাত্রী বাহী হাইচ গাড়ি যার নং ঢাকা -মেট্রো- চ ১১-৯২০৫ এর ভিতর অভিযান চালিয়ে ২৫০০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট সহ আবুল কাশেমকে গ্রেফতার করা হয়েছে।
এব্যাপারে লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ আতিকুর রহমান আরও জানান, আবুল কাশেম কে গ্রেফতার করে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০( খ) এর ধারা মোতাবেক যথাযথ পুলিশ স্কয়াটের মাধ্যমে আদালতে সোপর্দ করি।