লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভূক্ত আসামি সহ ৬ জন আটক।
নিজস্ব প্রতিবেদক :
১৫ ই সেপ্টেম্বর দিবাগত রাত চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামি সহ ৬ জনকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশের একটি টিম ।
অভিযানের নেতৃত্ব দেন লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম।
আটক আসামিরা হলেন,আমিরাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বলির পাড়ার বাসিন্দা মৃত আবু সৈয়দের পুত্র মোহাম্মদ আরিফ। বড়হাতিয়া ইউনিয়নের মিয়াজি পাড়ার বাসিন্দা মৃত আবুল হাশেমর পুত্র আবু বকর। আনেয়ারা উপজেলার ইসমাইল চৌধুরী বাড়ির বাসিন্দা কামাল উদ্দীনের পুত আনিসুর রহমান একই উপজেলার বাসিন্দা আনিসুর রহমানের স্ত্রী জোহরা বেগম (৩৪)। কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলা কুতুব বাজার এলাকার শামসুল আলমের স্ত্রী জনুয়ারা বেগম(২৯)। আলী হোসেন (৩৫) পিতা -মৃত্যু কবির আহমদ, সাং পুখুরিয়া।
১৬ ই সেপ্টেম্বর আসামিদের কে আদালতে সোপর্দ করা হয়েছে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে লোহাগাড়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের আটক করা হয়েছে।