লোহাগাড়া উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
জমির উদ্দিন , চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ'র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- , লোহাগাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, লোহাগাড়া থানার ওসি মুুহাম্মদ আতিকুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদার, ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল,বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগন এবং বিভিন্ন ইউনিয়ন এর চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় মাদকদ্রব্য বিক্রয় ও সেবন, সন্ত্রাস, ইভটিজিং,পবিত্র রমজানে বাজারমূল্য নিয়ন্ত্রণ, মনিটরিং বাড়ানো ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।