লোহাগাড়া আইডিয়াল স্কুলে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
চট্টগ্রাম জেলা প্রতিনিধি
লোহাগাড়া উপজেলার অন্যতম শিশু শিক্ষা প্রতিষ্ঠান লোহাগাড়া আইডিয়াল স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৮ নভেম্বর, শনিবার, সকাল ১১টায় স্কুলের হল রুমে লোহাগাড়া আইডিয়াল স্কুলের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আব্বাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া আইডিয়াল স্কুলের ডাইরেক্টর, সামরাজ ট্রাভেল এন্ড ট্যুরস এর সত্ত্বাধিকারী ও হালাল ডাইনের পরিচালক মোহাম্মদ আবু ছিদ্দিক।
স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ শাহেদ এর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া আইডিয়াল স্কুলের অর্থ সম্পাদক মোহাম্মদ কপিল উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আরফাত হোসাইন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সভাপতি সাংবাদিক মাহমুদুল হক, সেক্রেটারি সাহাব উদ্দিন মুন্সী প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষক তাহসিন মোরশেদ শাকিল, মোহাম্মদ রিয়াদ, শারমিন আক্তার, সালমা আক্তার, জান্নাতুল ফেরদৌস লিলি ও আরজু আক্তার সহ ৫ম শ্রেণির ছাত্র ছাত্রীবৃন্দ।