লোহাগাড়া আইডিয়াল স্কুল পরিদর্শন করলেন মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম
লোহাগাড়া উপজেলার অন্যতম শিশু শিক্ষা প্রতিষ্ঠান লোহাগাড়া আইডিয়াল স্কুল পরিদর্শন করলেন লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ নুরুল ইসলাম।
১৫ নভেম্বর মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় তিনি স্কুল পরিদর্শন করতে আসেন। উনার সাথে উপস্থিত ছিলেন লোহাগাড়া ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সুনীল কুমার চৌধুরী ও স্কুলের অফিস সহকারী মোহাম্মদ ইসমাইল।
এসময় তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান লোহাগাড়া আইডিয়াল স্কুলের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আব্বাস উদ্দিন। সাথে উপস্থিত ছিলেন লোহাগাড়া আইডিয়াল স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আরফাত হোসাইন, সহকারী শিক্ষক তাহসিন মোরশেদ শাকিল ও রিয়াদ হোসেনসহ অন্যন্যা শিক্ষক শিক্ষিকা।
শিক্ষা অফিসার ক্লাস রুম ঘুরে দেখে সন্তুষ্ট প্রকাশ করেন এবং পড়া লেখা মান্নোয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পরে মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ নুরুল ইসলামকে স্কুলের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।