লোহাগাড়ার ৪ টি ইউনিয়নে যারা চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন করবেন
আবুল কালাম আজাদ (লোহাগাড়া) চট্টগ্রাম।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পার অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়। বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান গণ তাদের কর্মস্থলে যোগদান না করায় জনগণের সেবা প্রাপ্তির বিঘ্ন ঘটায় স্হানীয় সরকার বিভাগের আদেশমতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আওতাধীন ৪ টি ইউনিয়ন পরিষদের জন্ম ও মৃত্যু নিবন্ধকের দ্বায়িত্ব পালন করার জন্য ১৮/০৮/২৪ ইং তারিখ আদেশ দিলেন লোহাগাড়া উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ এনামুল হাছান।
দ্বায়িত্ব প্রাপ্ততরা হলেন, ১ নং বড়হাতিয়া ইউনিয়ন পরিষদে লোহাগাড়া উপজেলা সমাজ সেবা অফিসার রিদুওয়ানুল করিম। ২ নং আমিরাবাদ ইউনিয়ন পরিষদে উপজেলা শিক্ষা অফিসার মো: আবু জাফর। ৩ নং পদুয়া ইউনিয়ন পরিষদে উপসহকারী প্রকৌশলী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর। ৫ নং কলাউজান ইউনিয়ন পরিষদে উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার।