লোহাগাড়ার ছেলে জামাল খান থেকে নিখোঁজ, সন্ধান চাই পরিবার।
আবুল কালাম (লোহাগাড়া) চট্টগ্রাম।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আমিরাবাদ ইউনিয়নের ০১ নং ওয়ার্ড কিল্লার আন্দর এলাকার আবুল কাশেমের ছেলে হাবিবুর রহমান (২৭) বর্তমান ঠিকানা কল্পলোক আ/এ,৫ নং ব্রীজ, ওয়ার্ড ১৮ নং, বাকলীয়া চট্টগ্রাম, সন্ধান চাই।
গত ২০ সেপ্টেম্বর রাত সাড়ে ১২ টার সময় জামাল খান এলাকা থেকে নিখোঁজ হন।
এ ব্যাপারে ২২ ই সেপ্টেম্বর কোতোয়ালী থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে যান নং -২২৬৭
নিখোঁজের বড় ভাই জানান,আমার ছোট ভাই ব্যবসায়ীক কাজে লোহাগাড়ায় যাই সেই খান থেকে ফিরে চট্টগ্রাম শহরে জামাল খান এলাকায় একটি রেস্টুরেন্টে বন্ধুদের সাথে নাস্তা করেন তারপর থেকে থাকে আর পাওয়া যাইনি, ইতি মধ্যে আমরা আমাদের আত্মীয় স্বজন সহ সম্ভব্য সব জায়গায় খোঁজ খোঁজি করেছি কোথায় না পেয়ে থানায় জিডি করেছি।
যোগাযোগের নং ০১৮৭২১১৪৪৩৩