লোহাগাড়ায় ৮ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালিত
(বিশেষ প্রতিনিধি)
"গণতন্ত্র-গণমাধ্যম রক্ষায় নিবেদিত হোক সামাজিক দায়বদ্ধতামূলক সাংবাদিক" এই শ্লোগানকে সামনে রেখে লোহাগাড়া সাংবাদিক ইউনিয়ন'র পক্ষ থেকে ১থেকে ৭মে ৮ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৪ইং পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২মে) দুপুর ৩টার দিকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে লোহাগাড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রকসী সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেশপ্রিয় বড়ুয়া'র পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, লোহাগাড়া সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি ইসমাইল হোসেন সোহাগ, অর্থ সম্পাদক বিজয় টিভির লোহাগাড়া উপজেলা প্রতিনিধি মোক্তার হোসাইন, দপ্তর সম্পাদক রতন দাদা, প্রচার সম্পাদক এশিয়ান টিভির লোহাগাড়া উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক চট্টগ্রাম সংবাদের আলমগীর আদনান, সদস্য ওসমান গণি, সদস্য জাতীয় দৈনিক জনবানী লোহাগাড়া উপজেলা প্রতিনিধি এম দলিলুর রহমান, সদস্য ফাহাদ, সদস্য রিয়াদ, সদস্য রানা।
আলোচনা সভায় বক্তারা বলেন- সারাদেশে পেশাদার সাংবাদিকদের তালিকা ও সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন, সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়ন ও জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি সহ বিভিন্ন দাবী আদায়ে দ্রুত বাস্তবায়ন চান।