লোহাগাড়ায় ২৩ বছর পর পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার!
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি| চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চোরাকারবারি ও অবৈধভাবে মালমাল বিক্রি, বিপনন মামলায় সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে ২৩ বছর পর গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম আবু তাহের (৭২)। সে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ঘোনা পাড়া এলাকার আব্দুস সাত্তারের পুত্র।
জানা যায়, ১৯৯০ সালের একটি চোরাকারবারি এবং অবৈধভাবে মালমাল বিক্রি ও বিপনন মামলায় চার বছরের সাজা হয় তার। দীর্ঘ ২৩ বছর সে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এএসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গত ২১ ফেব্রুয়ারী মঙ্গলবার ভোর ৪টায় তাকে নিজ বাড়ী থেকে আটক করে আদালতে সোপর্দ করেন।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, ১৯৯০ সালের জুন মাসে আবু তাহেরর বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানায় অবৈধভাবে মালমাল বিক্রি ও বিপনন আইনে মামলা হয়। বিশেষ ক্ষমতা আইনের ২৫ বি(২) ধারায়। কোতোয়ালি থানার মামলা নং - ৩১(০৬)৯০। ২০০১ সালে ওই মামলায় তার চার বছরের সশ্রম কারাদন্ড হয়। তবে মামলার পর থেকেই পলাতক ছিলেন তিনি।
আটক আবু তাহেরর বিরুদ্ধে জমি দখল ও ভূমিদস্যুতার অভিযোগও রয়েছে এলাকায়।