লোহাগাড়ায় ১ হাজার পরিবারের মাঝে এ.আর হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন'র শীতবস্ত্র বিতরণ
জমির উদ্দিন, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাস্থ সদর ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের রশিদার পাড়া,
সাতগড়িয়া পাড়া, মুন্সি পাড়া, মৌলভী পাড়া, আকবর আলী মুন্সি পাড়া সহ বিভিন্ন পাড়া-মহল্লায় এ.আর হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন'র উদ্যোগে ও মরহুম আবদুল করিম এবং মরহুম আবুল হোসেনের স্বরণে প্রতিবারের ন্যায় এবারও এলাকার ১ হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
উপজেলায় শৈত্যপ্রবাহ ও শীতের প্রকোপ বেশি হওয়ায় গত ৮ জানুয়ারি থেকে শুরু হয়ে এই শীতবস্ত্র এখনোও চলমান রয়েছে।
শীতবস্ত্র বিতরণে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, বর্তমান ইউপি সদস্য শাহ আলম লিটন, বিশিষ্ট সমাজসেবক জিয়াবুল সওদাগর, ফাউন্ডেশনের চেয়ারম্যানের ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রিদওয়ানুল হক সোহেল, আবদুল্লাহ আল আহাদ, শ্রমিক নেতা এরশাদ, হাসেম, সোহেল রানা,নাজিম, আব্দু রশিদ,হারুন, সাইফুল, আব্দুল্লাহ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন
এসব শীতবস্ত্র বিতরণের এ.আর হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সৌদিআরব জেদ্দা বঙ্গবন্ধু পরিষদ আল জাহারা শাখার সভাপতি হোসেন মোহাম্মদ রুবেল বলেন, এ.আর হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হবার পর থেকে আজ পর্যন্ত বিভিন্ন মানবিক ইস্যুতে কাজ করে যাচ্ছে এলাকায় । ভবিষ্যতে আরো বড় ইভেন্ট আয়োজন করতে চাই এই ফাউন্ডেশনটি।
প্রসঙ্গত, , এ.আর হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনটি শীতবস্ত্র বিতরণ, ঈদ উপহার বিতরণসহ, করোনা মহামারী সময় ব্যাপক আর্থিক সহায়তা দিয়েছে অসহায় পরিবারের মাঝে।এখন নারী-শিশু, বৃদ্ধ সবাই নতুন শীত বস্ত্র পেয়ে এলাকার সবাই উল্লসিত হয়েছেন।