লোহাগাড়ায় ১৯ টি দোকান পুড়ে ছাই প্রায় ১ কোটি টাকার ক্ষতি
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চিশতীয়া মার্কেটে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুন লেগে বিভিন্ন প্রকারের ১৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায় প্রায় ১ কোটি টাকা ক্ষতি দাবি ভুক্তভোগীদের।
১৫ ই জানুয়ারী -২৪ বুধবার ভোর ৫ টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সূখছড়ি দরবার শরীফ এলাকায় চিশতিয়া মার্কেটে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় ও মার্কেটে থাকা ফার্নিচারের দোকানের কর্মচারী আবুল হাশেম (২২) জানান, দোকানের ভিতর ঘুমন্ত থাকা অবস্থায় আগুন দেখতে পেয়ে দ্রুত দোকান থেকে বাহির হয়ে যায় , সবাইকে চিৎকার দিয়ে ডাক দিই লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দিই, আগুনের তীব্রতা বেশি হওয়ার কারণে ফায়ার সার্ভিস আসার আগেই অনেক দোকান পুড়ে ছাই হয়ে যায়।
চিশতিয়া মার্কেটের স্বত্বাধিকারী নেছারুল হক চিশতী ছেলে মইছরুল(৩০) হক চিশতি জানান, আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে জানতে পারি পুড়ে যাওয়া দোকানের ভিতর থাকা মালামাল ও স্থাপনা সহ প্রায় ১ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে।
পুড়ে যাওয়া মোট ১৯ টি দোকান যার মধ্যে রয়েছে, চায়ের দোকান ২ টি, মুদির দোকান ২ টি, ফার্নিচারের দোকান ২ টি, কম্পিউটার দোকান ১টি, ঔষধের ফার্মেসী ২ টি, পান- সিগারেটের দোকান ২ টি, ধোপার দোকান ১ টি, সেলুন ১ টি,বাই সাইকেল মেকানিকের দোকান ১ টি, বিকাশের দোকান ১ টি, মাইকের দোকান ১ টি।
আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে ইউপি সদস্য নূরুল কবির জানান এই আগুনে অনেক ব্যবসায়ী নিঃস্ব হয়েছে,তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে পূণরায় ব্যবসা শুরু করার জন্য উপজেলা প্রশাসন ও বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানাই।
চুনতী ফায়ার সার্ভিস ইনচার্জ মোহাম্মদ রুবেল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন,সকাল সাড়ে পাঁচ টার সময় আগুন লাগার খবর পেয়ে ফোর্স সহ দ্রুত ঘটনা স্থলে পৌঁছে যাই। আগুনে তীব্রতা বেশি হওয়াতে পুরাপুরি আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ১ ঘন্টা সময় লাগে। ক্ষতি পূরণের বিষয় তদন্ত করে জানানো হবে।